অবতক খবর,২৮ জুনঃ আজ ২৮ শে জুন উল্টোরথ, আজকের এই দিনে গুন্ডিচা মন্দির থেকে আবার পুরীর মূল মন্দিরে জগন্নাথ দেবের রথ কে ফিরিয়ে আনা হবে। এই শুভ দিনে রথের রশিতে টান পড়তেই দেবীর আবাহন উপলক্ষে আজ চুনাখালী শ্রী শ্রী সার্বজনীন দুর্গোপূজো কমিটি রীতিনীতি মেনে আজ সকালবেলায় দুর্গাপুজো কমিটির ব্যবস্থাপনায় পালিত হল খুঁটিপূজো । গত বছর চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা শীশ মহল করে জেলার সেরা শিরোপা অর্জন করেন।
শুধু তাই নয় রাজ্যে এই শিশ মহল নবমতম স্থান অধিকার করেছিলেন বলে এই কমিটির পক্ষ থেকে জানানো হয়, গত বছরের ন্যায় এ বছরও মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় বাজেটের পূজো এবারও হচ্ছে। কমিটির পক্ষ থেকে জানানো হয় আগামী ৩০ তারিখ সমস্ত মিডিয়ার সামনে এবছর চুনাখালী শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজো কমিটির থিম ঘোষণা করা হবে বলে জানানো হয়। কমিটির তরফ থেকে জানানো হয়, গত বছর চুনাখালি সার্বজনীন দুর্গোৎসব কমিটি শিশ মহল করে যে চমক দিয়েছিলেন এবছর আরো বেশি চমক দিবে বলে জেলাবাসির উদ্দেশ্যে তিনি বলেন।