আজ বিশ্ব চুম্বন দিবস

সন্ধ্যামণি! তুমি কি চুম্বনের কিছু বোঝো?
সন্ধ্যে হয়ে আসে, আকাশ বাদল মেঘ ছায়
আমার গান ভেসে যায়, যায় ভেসে যায়!

চুম্বন
তমাল সাহা

পৃথিবীতে
প্রথম আশ্চর্য চুম্বন কে রেখেছিল,
সে তো জননী,তোমার মুখে!
জীবনের প্রভাতী স্রোত হতে
তাই তুমি আক্রান্ত
ভালোবাসার গভীর অসুখে।

এই অসুখের নিরাময় পাবে তুমি
শুধু পরস্পরের আবিষ্ট চুম্বনে।
চুম্বনের স্নিগ্ধ স্নান
রমণীয় জীবনের জয়গানে।

কতবারই তো করেছো চুম্বন
ঠোঁটে ঠোঁট রাখলেই কি চুম্বন হয়?
আসলে চুম্বনের নীরব লগ্নতারও
একটা ভাষা আছে, বলে–
দাও আশ্রয়!

যে চুম্বনে আশ্রয়ের আকুতি নেই
সেই চুম্বন চুম্বনই নয়!