অবতক খবর,২ এপ্রিল: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকের কাঁচাকালি এলাকার চুয়াগাড়ি গ্রামের একটি চা বাগানে হঠাৎই বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল সন্ধে সময় চা বাগানের শ্রমিকরা কাজ সেরে যখন বাগান দিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় এক শ্রমিক বাঘের মতন একটি জন্তু কে দেখতে পায় তাতেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
গ্রামবাসীরা জানিয়েছে তারা বাঘের মতো একটি জন্তু দেখতে পায়। চোপড়া থানার পুলিশ ও বনদপ্তর এ খবর দেয়া হয় ঘটনাস্থলে আজ বনদপ্তর এর কর্মীরা আসেন বনদপ্তরের চোপড়ার রেঞ্জ অফিসের শ্যামসুন্দর ঝরিয়াল জানান গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে তল্লাশি চলছে খোঁজখবর নেওয়া হচ্ছে আশেপাশের এলাকায়। তবে ওই বাগানের একজন আধিকারিক জানান আজ বাগানের যে সাইটটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাই বন্ধ করে রাখা হয়েছে কাজ করা হয়নি। এই বাঘের ঘটনা যথেষ্টই আতঙ্কের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।