অবতক খবর,১০ সেপ্টেম্বরঃ চোপড়ার দলূয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে জমা জলে ভোগান্তি রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের। আর এই জমা জল থেকে ডেঙ্গু সহ নানান রোগের আশঙ্কা করছে স্হানীয়রা। এমনি চিত্র ধরা পরল চোপড়ার দলূয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন চিকিৎসার জন্য কয়েক হাজার মানুষ আসে। অল্প বৃষ্টি হলেই স্বাস্থ্য কেন্দ্রের সামনে জমে যাচ্ছে জল। ফলে দিনের পর দিন থেকে যাচ্ছে এই জমা নোংরা জল। এতে বাড়ছে মোশার উৎপাত। এতে ডেঙ্গু সহ নানান রোগ হতে পারে বলে আশঙ্কা করছে স্হানীয়রা। আর সেই নোংরা জমা জল পেরিয়ে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে এসে ভোগান্তি স্বীকার হচ্ছেন রোগী ও রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে সাধারণ মানুষ। স্হানীয়দের অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রে নিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যা পড়তে হচ্ছে। প্রশ্ন উঠছে যেখানে সাধারণ মানুষ চিকিৎসা করাতে এসে নানান রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে সেখানে স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকদের মুখে কুলুপ বসেছে। এ নিয়ে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্হানীয়রা।

স্বাস্থ্য কেন্দ্রের এক স্বাস্থ্য কর্মী জানিয়েছেন, তিনি নতুন এই হাসপাতালে এসেছেন। বিষয়টি প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

স্বাস্থ্য কেন্দ্রের সামনে জমা জল সহ নানান বিষয়ে BMOH কে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি ছুটি আছেন বলে জানান।

অন্যদিকে স্হানীয় তৃনমূল নেতা তথা চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক এর প্রতিনিধি গোপাল ভৌমিক কে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি ব্লক প্রশাসন ও চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে জানিয়েছেন। খুব শীঘ্রই সমস্যার সমাধান করে মানুষ যাতে সুস্বাস্থ্য পরিষেবা পাই সেই ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দেন তিনি।