অবতক খবর,২৪ ফেব্রুয়ারী: তৃণমূলের চোপড়া অঞ্চল কমিটির অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার । এদিন সদর চোপড়ায় তৃণমূলের ব্লক দলীয় কার্যালয়ের সামনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় । সম্মেলনে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় । এদিন উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, তৃণমূলের ব্লক সভাপতি প্রিতি রঞ্জন ঘোষ, চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল রহমান , অঞ্চল সভাপতি তনয় কুন্ডু সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব ।
বিধায়ক জানিয়েছেন, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই কর্মী-সমর্থকদের মাঠে নামার বার্তা দেওয়া হয়েছে । চোপড়া বিধানসভা এলাকায় বিরোধীদের তেমন কোন সংগঠন নেই । সম্মেলন মঞ্চে প্রত্যেক বক্তাই বিধায়ক হামিদুল রহমানের হাত ধরে চোপড়ায় ব্যাপক উন্নয়নের খসড়া জন সম্মুখে তুলে ধরেন।
পাশাপাশি সম্মেলন শেষে বিজেপি কংগ্রেস সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বেশ কয়েকটি পরিবার ।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক ।
জেলা মহিলা নেত্রী পম্পা সরকার বলেন, খুব সুন্দর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল এদিন । মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেলো।