শারদ উৎসব আসছে। একের পর এক শারদ সংখ্যা প্রকাশিত হচ্ছে। আঞ্চলিক ক্ষেত্রে এর একটা সমস্যা থাকে, তা অবশ্যই লেখকদের নিয়ে। সমস্যাটি কি,তা শুনুন।

ছাপা নিয়ে কথাবার্তা
তমাল সাহা

বই প্রকাশ অনুষ্ঠান—
শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান বলে কথা!

কত কবি-লেখক আগ্রহ সহকারে বসে আছেন।
এমন আগাম প্রচার হয়েছে,
সংখ্যাটি না দেখলেই নয়।
লেখকগণ নিজের সৌজন্য সংখ্যাটি
কতক্ষণে হাতে পাবেন
পৃষ্ঠা উল্টে দেখবেন
নিজের লেখাটি কোথায় কিভাবে ছাপা হয়েছে—
রহস্যের ঘোরে রয়েছেন।

আমরা নিজেরা প্রত্যেকেই শ্রেষ্ঠ লেখক।
কোন লেখাটি প্রথমে যাবে, ডান দিকের পৃষ্ঠায় অথবা বাম দিকে ছাপা হবে
কেন অমুকের লেখা আগে ছাপা হলো আমারটা পরে—
এসব আনুষঙ্গিক বিষয় রয়েছে লেখকদের মস্তিষ্কের ভেতর।

সম্পাদক মশাই জানেন,
এসব সমস্যার সম্মুখীন হবেন।
তিনি বলেন, আপনারা সবাই লেখক মহান, শ্রেষ্ঠজন।
কিন্তু প্রথম পৃষ্ঠা তো একটাই এবং তার ডানদিকও একটাই।
এক পৃষ্ঠায় এতো শ্রেষ্ঠ লেখকের লেখা কি করে ছাপবো!

অভিযোগকারীরা অভিযোগ করলেও নিশ্চিত ভুলে যাবেন।
আবার আগামী সংখ্যার জন্য নিজের শ্রেষ্ঠ লেখাটি পাঠাবেন।

আর?
এই অভিযোগের ঘটনাও চলতে থাকবে…