অবতক খবর :: পশ্চিম মেদিনীপুর ::      সারা দেশজুড়ে চলছে লকডাউন প্রক্রিয়া। এর মাঝে নিয়ম ভেঙ্গে রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে একাধিক জনকে। তবে নিয়ম মেনে ও অনেকে তাদের দৈনন্দিন বাজারে বেরিয়েছেন । অনিয়ন্ত্রিত লোকেদের পুলিশ এর আগে লাঠি দিয়ে এবং পরে হাততালি অনুরোধ প্রভৃতির মাধ্যমে গান্ধীগিরির পন্থা অবলম্বন করে শায়েস্তা করেছে ।

পুলিশের রূঢ় আচরণের পরে মানুষ অসন্তোষ প্রকাশ করে,অনেকে পুলিশের অতি সক্রিয়তা বলে প্রশ্ন তুলে ধরেন।এরপর পুলিশ গান্ধীগিরির পন্থা নেয়।আবার এরই মাঝে ছুটিতে থাকা কেন্দ্রীয় বাহিনীর একজোয়ান আইন ভেঙ্গে অতি সক্রিয় হয়ে লকডাউন অমান্যকারী কিছু ছেলেকে কান ধরে উঠবস করান প্রকাশ্য রাস্তাতে। শুধু তাই নয় দৈনন্দিন বাজারে সবজি কিনতে বেরানো এক যুবককে বাইকে সবজি রাখা অবস্থায় বাইকের চারিদিকে কান ধরে উঠবস করতে দেখা গেল পশ্চিম মেদিনীপুরের বেলদাতে।তবে কি কারণে শাস্তি দেওয়া হলো তাকে তা এখনও পষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর কেন্দ্রের সুরক্ষা বলয় এর এই জোয়ান বর্তমান ছুটিতে রয়েছে । বাড়ি বেলদাতে ।যে কাজ তিনি করেছেন তা আইনবিরুদ্ধ ।কেন্দ্রের কোন জওয়ানকে এ কাজ করার অনুমোদন এখানে দেওয়া হয়নি। পরে পুলিশ তাকে ধমক দিয়ে বাড়ি পাঠায়।