অবতক খবর,৫ জুলাই: ছেলে চিকিৎসক। বারাসত জেলা সদর হাসপাতালের। মা নববারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডের পুর প্রতিনিধি ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ।বৃহস্পতিবার সন্ধ্যায় পুরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় স্থানীয় পশ্চিম মাসুন্দা দেবাশিস প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রক্তার্ঘ্য শিবিরে একসাথে রক্তদান করল। বিরল ঘটনা।

নববারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডের পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায় তাঁর ছেলে ডাঃ অর্নব রায় অর্থোপেডিক।সাজিরহাটে নিজস্ব চেম্বার ছাড়াও বারাসত জেলা হাসপাতালে চিকিৎসকও বটে। ডাক্তার বাবু জানান মায়ের অনুপ্রেরণায় এভাবে মানুষের সেবায় এই কাজ করে চলেছেন।

ছোটবেলা থেকেই দেখতেন মা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করত সেবার মনোভাব নিয়ে। তারই দেখানো পথে এগিয়ে যাওয়া। ভীষন ভালো লাগছে।সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি অন্যরাও অনুপ্রাণিত হবে। ১১০ দমদম উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ ভীষণ ভালো।

বিভিন্ন ওয়ার্ডে জুড়ে চলছে এই রক্তদান শিবির। এদিন উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, সহ স্থানীয় কাউন্সিলর জয়গোপাল ভট্টাচার্য, তৃপ্তি মজুমদার, সুমন দে, বেবী চক্রবর্তী, কৃষ্ণা বোস অন্যান্যরা।নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৩৫ জন করেন।