অবতক খবর :: শিলিগুড়ি ::    ছড়ানো হচ্ছে করোনার নামে মিথ্যা প্রচার। গতকাল শিলিগুড়িতে বেশ কিছু ওয়ার্ডে করোনা হয়েছে বলে এক গুজব রটানোকে কেন্দ্র করে চারিদিকে চাঞ্চল্য ছড়ায়,যদিও সেই ওয়ার্ডের কাউন্সিলার এবং ওয়ার্ড সেক্রেটারি দাবী করছেন তাদের ওয়ার্ডে করোনা হয় নি।

আজ একটি দৈনিকে ওই ওয়ার্ডে করোনা ধরা পড়েছে বলে আবার দাবী করায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ওয়ার্ডে এই নিয়ে চাঞ্চল্য ছড়ায়। একের পর এক ফোন আসতে থাকে ওয়ার্ড কোয়ার্ডিনেটারের কাছে। ওই ওয়ার্ড কোয়ার্ডিনেটার সারা ওয়ার্ডে নিজে ঘুরে জানান যে ওই ওয়ার্ডে কোন করোনা রোগীই নেই। কেন,কে বা কারা এই গুজব ছড়ালো তা তিনি খুজে বের করবেন বলে জানিয়েছেন।