অবতক খবর,৬ এপ্রিলঃ রাজ্যে বেশ কয়েক জায়গায় রামনবমী শোভাযাত্রায় হামলার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার গুরুত্ব বুঝে কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন। আজ হনুমান জয়ন্তী। রামনবমীর মতো আর যাতে কোথাও অপ্রতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে আগে থেকেই ব্যবস্থা নিয়ে ফেলেছে মহামান্য আদালত। হনুমানজন্তী উপলক্ষে রাজ্যে মোতায়েন করা হয়েছে তিন কোম্পানি আধা সামরিক বাহিনী। তার মধ্যে এক কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। আজ বিকালে সাধারণ মানুষের মধ্যে মনোবল ফেরাতে জগদ্দল থানার পুলিশকে সাথে নিয়ে বেশ কয়েকটি স্পর্শকাতর জায়গা রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
জগদ্দল থানার পাশ দিয়ে গিয়ে মতিভবন স্কুল, মোবিন পাড়া, রুস্তম গুমটি হয়ে মেঘনা মোরে গিয়ে এলাকা পরিদর্শন শেষ করেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা।এলাকায় রুটমার্চ দেখে খুশি স্থানীয় বাসিন্দারাও। তারা জানালেন, কেন্দ্রীয় বাহিনী এলাকাজুড়ে রুটমার্চ করছে এর ফলে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরো বাড়বে।