অবতক খবর,২৩ নভেম্বর: হাওড়ার জেলার বেলুড় এলাকার দুই ব্যবসায়ী ভাইকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশের তৎপরতায় ফারাক্কা থানার আধিকারিকদের হাতে ধরা পড়লো পাঁচ অপহরণকারী। উদ্ধার করা হয়েছে দুই অপহৃত ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।

জেলা পুলিশের এক শীর্ষ অধিকারীক জানিয়েছেন-অপহৃত ব্যক্তিদের উদ্ধারের খবর পাওয়ার পর হাওড়া পুলিশের একটি দল মুর্শিদাবাদের ফারাক্কা থানায় উপস্থিত হন। অপহৃত দুই ব্যক্তি এবং অপহরণকারীদেরকে নিয়ে তারা হাওড়ায় ফিরে যান।

পুলিশ সূত্রে জানা গেছে -অপহৃত দুই ব্যক্তির নাম সমীর খান (২৩) এবং মহম্মদ আম্বর খান (২৫)। তাঁদের বাড়ি হাওড়া জেলার লিলুয়া-বেলুড় এলাকায়। ওই দুই ব্যক্তি লোহার ছাঁটের ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে দুই ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার হাওড়া জেলার একটি এলাকা থেকে সমীর এবং আম্বরকে একসাথে অপহরণ করে পাঁচ ব্যক্তি। এরপর তাদের পরিবারের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই দুই ব্যক্তির পরিবার এরপর হাওড়া পুলিশের সাথে যোগাযোগ করে।

পুলিশ সূত্রের খবর -সমীর এবং আম্বরকে অপহরণ করার পর অপহরণকারীরা ঘনঘন নিজেদের অবস্থান বদলাতে থাকে। হাওড়া পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য অপহরণকারীরা সমীর এবং আম্বরকে উত্তরবঙ্গের কোনও একটি গোপন ডেরাতে লুকিয়ে রাখার পরিকল্পনা করেছিল।

শুক্রবার সকাল ন’টা নাগাদ নিউ ফরাক্কা মোড়ে একটি নবনির্মিত হোটেলে বিশ্রাম নেওয়ার জন্য দুই অপহৃতকে নিয়ে পাঁচজন অপহরণকারী একটি বাইক এবং গাড়িতে করে আসে।

বাইক এবং গাড়িটি হোটেলের পার্কিং লটে রেখে সমীর এবং অম্বরকে নিয়ে দুই অপহরণকারী হোটেলের একটি ঘরের মধ্যে ঢুকে যায়। বাকি তিন অপহরণকারী হোটেলের লবিতে বসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই সময় ফরাক্কা থানার পুলিশের একটি দল ওই হোটেলে অভিযান চালায় এবং পাঁচ অপহরণকারী সহ দুই অপহৃত ব্যক্তিকে সেখান থেকে ফারাক্কা থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হয়েছে অপহরণে ব্যবহৃত গাড়িটি।

সূত্রের খবর ফারাক্কার খুন্তিপাড়া এলাকার বাসিন্দা জনৈক রাজু দেবনাথ নামে এক যুবক নিউ ফরাক্কা মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ছোটখাটো ওই হোটেলটি ‘বুক’ করেছিল। অপহরণকারীরা সমীর এবং আম্বরকে হোটেলের ঘরের মধ্যে হাত-পা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল।

অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারাক্কা থানার পুলিশ রাজু দেবনাথ ছাড়াও মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা জনৈক রিংকু শেখ, রেহান শেখ, সাত্তার শেখ এবং নদীয়া জেলার বাসিন্দা অভিজিৎ বালাকে আটক করেছে। অপহরণকারীদের সাথে কী নিয়ে বিবাদ পুলিশ তা তদন্ত করে দেখছে।