অবতক খবর,২৮ জুলাই: জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে সামসেরগঞ্জ থানার ব্যাবস্থাপনায় থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।

মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে ও রক্তর সংকট মেটাতে মহতী উদ্যোগ নিলো জঙ্গিপুর পুলিশ জেলা সামসেরগঞ্জ থানা, রবিবার অনুষ্ঠিত হলো স্বেচ্চায় রক্তদান শিবির।পাশাপাশি বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া প্রায় ৮০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়া হলো।

এদিন মোবাইল পেয়ে খুশি মোবাইল মালিকরা।রক্তদান শিবিরে প্রায় অর্ধশতাধিক রক্তদাতা রক্তদান করেন।এদিন রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার জনপ্রিয় সাংসদ খলিলুর রহমান , মুর্শিদাবাদ চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব, জঙ্গিপুর পুলিশ জেলার এডিশনাল এসপি মোঃ নাসিম, ফরাক্কার এসডিপিও কৌশিক বসাক ,সামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার, সামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চুন্নু, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন এই মহতী রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে থানার ওসি অভিজিৎ সরকার তিনি নিজেও রক্ত দান করেন। জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানার এই মহতী রক্তদান শিবিরের প্রশংসার জোয়ার সামসেরগঞ্জ জুড়েই।