অবতক খবর,৩০ নভেম্বর : জমি জটে থমকে ছিল নশিপুর রেল ব্রিজের কাজ। সেই কাজ শুরু হলো বুধবার। ২০০৪ সালের ৩০শে ডিসেম্বর ওই রেল সেতুর শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। পরে ২০০৬ সালে সেতু নির্মাণের কাজও শুরু হয়। ২০১০ সালে এপ্রিল মাসে সেতুর উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু তা আর হয়নি। ভাগীরথীর পশ্চিম পাড়ে আজিমগঞ্জের দিকে দুটি মৌজা চর, মহিমাপুর ও মাহিনগর দিয়ারের মোট সাড়ে সাত একর জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। সেই কারণেই আটকে ছিল নশিপুর রেলব্রিজের কাজ। লালবাগের মহকুমা শাসক সুদীপ ঘোষ জানান, জমি নিয়ে মিটেছে জট। তাই শুরু হলো কাজ, সব ঠিক মতো থাকলে পরের বছরেই নশিপুর রেল ব্রিজের ওপর দিয়ে গড়াবে রেলের চাকা। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ বলেন, আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ হয়ে গেলে জেলার মানুষের সমস্যা মিটবে। মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি রফিক হোসেন বলেন, আর কিছু দিনের অপেক্ষার পরই এ আর খানের স্বপ্ন পূরণ হতে চলেছে। এ আর খানের দীর্ঘ আন্দোলনের ফসল আজকের নসিপুর রেল ব্রিজ, মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এর দীর্ঘ আন্দোলন আজ সফলতা পেলো।