অবতক খবর,২৪ ফেব্রুয়ারী: জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গন্ডগোলের ঘটনায় রবিবার উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার গোয়ালডোব গ্রামে। এক অপরকে ইট ছোঁড়ার অভিযোগ দুপক্ষের।জানা গিয়েছে এলাকার বাসিন্দা শামিম আখতারের পরিবারের সঙ্গে প্রতিবেশী আহমেদ রেজার পাট্টা পাওয়া প্রায় ৫ বিঘা জমির মালিকানা নিয়ে বহুদিন ধরেই গন্ডগোল চলছিল।
এনিয়ে আদালতে মামলা দায়ের করা হলে চাষাবাদে স্থগিতাদেশ জারী করা হয়েছে। কিন্তু শনিবার জোরপূর্বক সেই জমিতে চাষ করা নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ বাধলে পুলিশ এসে আহমেদ রেজার পরিবারের সদস্য আনসারুল হককে থানায় নিয়ে যায়। কিন্তু বিকেলে থানা থেকে ফিরে আসার পরে আনসারুল হক শামীম আখতারের বাড়িতে এসে গালিগালাজ ও অশান্তি করে বলে অভিযোগ।
এই জমি তাদের পরিবারের। জমির মালিকানা নিয়ে ইতিমধ্যে মামলাও দায়ের করা হয়েছে। তা সত্ত্বেও তারা জোরপূর্বক জমি দখল করতে চাইছে বলে অভিযোগ শামীমের।শনিবারের পর রবিবার সকালে ফের অশান্তি শুরু হয়। আর আহমেদ রেজার বাড়ি থেকে শামীমের বাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ।
যদিও এসমস্ত অভিযোগ অস্বীকার পাল্টা শামীমের বিরুদ্ধে পাথর ছোঁড়ার অভিযোগ এনেছেন আহমেদ রেজার পরিবারের সদস্যরা। পাথরের আঘাতে গাড়ি ভাঙার পাশাপাশি কয়েকজন পরিবারের সদস্য জখম হয়েছে বলে দাবী অপরপক্ষের।
খবর পেয়ে ঘটনাস্থলে চাকুলিয়া থানার পুলিশ। এসে উপস্থিত হয় স্থানীয় পঞ্চায়েত সদস্য মিঠুন কুমার সিংহ।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেট। এঘটনায় থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিবদমান দুপক্ষের।