অবতক খবর,২৯ আগস্ট,মালদা: জমি বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্যে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার সকাল ৮ নাগাদ এমনই ঘটনা ঘটেছে মালতীপুর বিধানসভা এলাকার জালালপুর চৌরঙ্গীপুর মোড় সংলগ্ন এলাকায়। এই গুলি চালনার ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত সাধারণ মানুষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সইদুর রহমান(৩০)। এদিন সকালে জমি বিবাদকে কেন্দ্র করে গুলিচালনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে চাঁচল থানার বিরাট পুলিশবাহিনী। নেতৃত্বে ছিলেন এসডিপিও শুভেন্দু মন্ডল ও চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু। পুলিশ ঘটনাস্থলে পৌছতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। মৃতের বাড়িতে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। যার জেরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক। এদিন দুপুর ১২টা নাগাদ পুলিশ মৃত যুবকের দেহটি উদ্ধার অরে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মালদা মেডিক্যাল কলেজে। এলাকা যথেষ্টই থমথমে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।