অবতক খবর,৪ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: বিভিন্ন বিভাগের ৮ জন ছাত্র-ছাত্রীদের হাতে স্টুডেন্টস্ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হল শনিবার।
এদিন জলপাইগুড়ি জেলা শাসক দফতরে অতিরিক্ত জেলা শাসক অশ্বিনী কুমার রায় এই ক্রেডিট কার্ড তুলে দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন খুব দ্রুতই ছাত্রছাত্রীরা ক্রেডিট কার্ড পেয়ে যাবেন। সেই মতো এদিন তাদের হাতে ক্রেডিট কার্ড তুলে দেওয়া হল। শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের মাধ্যমে ছাত্রছাত্রীরা সহায়তা পাবেন।
জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের আধিকারিক তপন ব্যানার্জী বলেন, অন্যান্য ন্যাশনাল ব্যাংকগুলোও এগিয়ে আসলে ছাত্র-ছাত্রীদের প্রভূত সুবিধা হবে বলে জানান তিনি।