অবতক খবর :: জলপাইগুড়ি :: আজ জলপাইগুড়ি পৌরসভার সমস্ত ওয়ার্ড গুলিতে প্রাক্তন কাউন্সিলরদের ওয়ার্ড কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব অর্পণ , শহরে চলাচল অযোগ্য রাস্তা এবং গলির রাস্তাগুলি অবিলম্বে সংস্কার , বর্ষার পূর্বে নিকাশি নালা ও হাইড্রেন সংস্কার , পৌরসভার কনটেইনমেন্ট জোন এলাকাগুলিতে মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের দায়িত্ব পৌরসভাকে নেওয়ার দাবি , পৌরসভায় সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে , পৌর পরিষেবা উন্নয়ন , জঞ্জাল সাফাই ও স্যানিটেশনের কাজকে গুরুত্ব দেওয়া ,পৌরসভার সাফাই কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে জলপাইগুড়ি পৌরসভার ২৫ টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় বৃহত্তর বাম ঐক্যের কর্মীরা ।
স্বাস্থ্যবিধি বজায় রেখে সামাজিক দূরত্ব মেনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখানো হয় এদিন। জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভে সামিল হন জলপাইগুড়ি জেলা বৃহত্তর ঐক্যের নেতৃবৃন্দ সলিল আচার্য , গোবিন্দ রায় , প্রকাশ রায় ,সুভাষ দত্ত ,কৌশিক ভট্টাচার্য্য, বিপুল সান্যাল, সুদীপ চক্রবর্তী,অরিন্দম চক্রবর্তী প্রমুখ ।