অবতক খবর, জলপাইগুড়ি: মেঘালয় থেকে পাচার হওয়ার সময়ে প্রচুর পরিমাণে ধূপকাঠ উদ্ধার করল জলপাইগুড়ি জেলা বেলাকোবা বনদফতর। গোপন সূত্রের খবর পেয়ে ফুলবাড়ী থেকে পশ্চিমবঙ্গ বনদফতরের উত্তরবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত এই অভিযান চালান।
উদ্ধার হওয়া ধূপকাঠ এর আনুমানিক মূল্য ১ কোটি টাকা। ট্রাকের মালিক এর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ধূপকাঠ বিহারে পাচার করা হতো বলেই সন্দেহ করছে বনদফতর। পাইনগাছ কেটে তা টুকরো করে নি য়ে যাওয়া হচ্ছিল। মেঘালয় বন দফতরের নির্দেশে আছে এটা অবৈধ।