অবতক খবর,২৭ অক্টোবর,জলপাইগুড়ি: জলপাইগুড়িতে প্রথমবার শ্যামা পুজোর বিশেষ আকষর্ণ হিসেবে তুলে ধরা হচ্ছে দুবাই এর বুর্জ খলিফা। পৃথিবীর সবোর্চ্চ বিল্ডিং টাওয়ার বুর্জ খলিফার আদলে পুজো মন্ডপ তৈরী হচ্ছে জলপাইগুড়ি গোমস্তাপাড়া নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের ৫৬তম শ্যামা পুজোর। জলপাইগুড়ি গোমস্তাপাড়া নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের সম্পাদক রাজেশ মন্ডল বলেন বুর্জ খলিফার আদলে তৈরী হয়েছিল কোলকাতা শ্রীভূমি দুর্গাপূজা খ্যাত প্যান্ডেল। সেই বুর্জ খলিফার আদলে তৈরী হচ্ছে শ্যামা পুজোর মন্ডপ।
তিনি বলেন প্যান্ডেলের প্রস্থ মোটামুটি ৫০ ফুট পাশাপাশি প্রশাসনের নিয়ম মেনেই প্যান্ডেলের লম্বা স্টাকচার থাকবে তার উপর টাওয়ার থাকবে। বুর্জ খলিফার আলোকসজ্জা হল আকষর্ণীয় । লাইট শিলিগুড়ির এবং কোলকাতার যৌথ সমন্বয়ে লাইটিং এর শো এর মাধ্যমে বুর্জ খলিফার আদলে তৈরী হচ্ছে প্যান্ডেল। বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। কোভিডবিধি মেনেই শ্যামা পুজোর আয়োজন করা হয়েছে। ইন্ডোর প্যান্ডেল করা হচ্ছে না। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না। তিনি বলেন জোর কদমে দিনরাত কাজ হচ্ছে।