প্রকৃতি ও মানুষের সাহচর্যে মানুষের বড় মায়া‌। মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে।এ চিরকালীন শাশ্বত আকাঙ্ক্ষা মানুষের।

জলপ্রপাতের শব্দ
তমাল সাহা

স্তব্ধ ডিনামাইট বা
আগ্নেয়গিরির উপর বসিয়া আছি,
বুঝিতে পারিনা কিছু
কখন কি ঘটিবে উল্কাপাত।
দূর থেকে নিশ্চিত ধ্বংসের ভিতরেও
জীবনকে দেখি।
শব্দ শুনি,
প্রবল বেগে ছুটিছে জলপ্রপাত।

মৃত্যুর আগেও কেন এত জীবনের স্বপ্ন
লেগে থাকে চোখে।
মানুষ মানুষ আর মানুষ দেখি আমি
হেঁটে যায় সুখের চিহ্ন নিয়ে মুখে।

এই আলোর সংসারে কোথায় অন্ধকার?
দিনে সূর্যের আলো রাতে জ্যোৎস্না
নিথর মৃত্যু আসে, মাথা নীচু করে
নীরবে যেমন হেঁটে চলে হায়না!

এই পৃথিবীতে যদি মৃত্যুই হবে সব
তবে কেন এত উৎসব এত কলরব?
এত যশ, কীর্তি, খ্যাতি!
কোনো কিছুই কি সত্য নয়!
নির্বাপিত হয়ে যাবে এই জীবনবাতি।

কেন তবে এই পৃথিবী আমাদের নিয়ে
সূর্যের চারিদিকে ঘোরে?
সে কি মিথ্যা? শঠতা?
প্রতারণা করে আমাদের সাথে?
এতদিন পরে আমাদের বিশ্বাস প্রত্যয়
চূর্ণ হয়ে যায়?

কি করে ভুলে যাই
তুমি একদিন বলেছিলে, ভালোবাসো আমায়।