অবতক খবর, নৈহাটিঃ হালিশহর ৫ নম্বর ওয়ার্ড জানকি মুখার্জী পবন তলা রোড সংলগ্ন এলাকায় মাটির তলায় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে । রাস্তার উপরে বসানোকে কেন্দ্র করে চারদিন ধরে ওই এলাকায় জল নেই। এর ফলে ক্ষিপ্ত হয়ে যায় এলাকার প্রতিবেশী। এ বিষয়ে হালিশহরের বিজেপির মন্ডল সভাপতি বিশ্বনাথ দা জানিয়েছেন, ‘শাসকদল কাজের নামে মানুষকে হয়রানির মধ্যে ফেলছে। তিনদিন ধরে জল নেই ।পাইপ বসালেও পাইপ ফেটে যাচ্ছে । চারিদিকে জল উপচে পড়ছে । সাধারণ মানুষকে ভুক্তভোগী হতে হচ্ছে ।’ তিনি আরও জানিয়েছেন, ‘ হালিশহর পুরসভার চেয়ারম্যানকে বিষয়টি জানানোর জন্য ফোন করা হয়েছিল । কিন্তু ফোন ধরেন নি । উন্নয়নের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ।’
তবে মানুষের জন্যই কাজ হচ্ছে মানুষের অসুবিধার কথা ভেবে এই জলের সুয়ারেজের কাজ চলছে এমনই জানান হালিশহর পুরসভার সি আই সি জল দফতরের দায়িত্প্রাপ্ত তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস । তিনি জানিয়েছেন, ‘মানুষের অসুবিধার কথা ভেবে এই জলের সুয়ারেজের কাজ চলছে। রাত দিন ধরে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই কাজ চলছে । পাইপ ফেটে গিয়ে সমস্যা হয়েছে । অভিযোগ পাওয়ার সঙ্গেই পুরসভার জল বন্টন দফতরের কর্মীরা কাজে নেমেছে, বিদ্যুৎ দফতরের সহযোগিতায় কাজ দ্রুত চলছে । রাজনৈতিক কারণে বিরোধীরা অভিযোগ করছে ।’
অন্যদিকে স্থানীয় বাসিন্দা রীনা কুন্ডু জানিয়েছেন, চারদিন ধরে জল নেই ।এই জলের ওপড়ে নির্ভর করে থাকতে হয়। এই পোস্ট হুঠ করে পড়ে গেলে কি হবে? ঘরে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, ভীষণ অসুবিধার মধ্যে পড়েছি । কাউন্সিলরকে খবর দেওয়া হলেও দুদিন ধরে কোন ব্যবস্থা নেওয়া হয়নি ।’ আশা ধর নামে অপর এক বাসিন্দা জানিয়েছেন, ‘চার পাচ দিন ধরে জল পাচ্ছি না ।লাইট পোস্ট পড়ে গেলে বিপদের মধ্যে পড়ে যাবো । এই কাজের জন্য রাস্তায় চলাফেরা করা যাচ্ছে না ।’