অবতক খবর , নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর : সম্প্রতি কেন্দ্রীয় সরকার দ্বারা ঘোষিত জাতীয় শিক্ষানীতিকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে জেলাজুড়ে প্রতিবাদ সভায় সরব হলেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সদস্যরা। মঙ্গলবার ইসলামপুর বাস টার্মিনাসে এবং চোপড়ায় একই বিষয়ে প্রতিবাদ সভায় গর্জে ওঠেন তারা।
সংগঠনের সম্পাদক অধ্যাপক কুন্তল সিনহা জানান, এই শিক্ষানীতি বেসরকারিকরণের নীল নকশা যেখানে শিক্ষাকে বৈরীকরনের দুরভিসন্ধি আছে। শিক্ষাকে সংগঠিত করবার এটি একটি আমলাতান্ত্রিক প্রক্রিয়া। তাই এই নীতি কে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর জন্যই গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ ছড়িয়ে দিতে এবং এই নীতির খারাপ দিকগুলো সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে তাদের এই প্রতিবাদ সভা চলছে। তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পা বাড়াতে কোন দ্বিধা করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।