অবতক খবর , শিব শংকর ,দক্ষিণ দিনাজপুর :- জেলার তপনের জামালপুর ঘটনাস্থল পরিদর্শন করলেন সিপিআইএম নেতৃত্ব। বৃহস্পতিবার সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য নন্দলাল হাজরা, জেলা কমিটির সদস্য দিলীপ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং।
Video Player
00:00
00:00
পাশাপাশি এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান এবং সঠিক তদন্ত করে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উপস্থিত সিপিআইএম নেতৃত্ব।
উপস্থিত ছিলেন নন্দলাল হাজরা ও দিলীপ বিশ্বাস ও অনন্ত মন্ডল ও নিখিল রায় ও গোগেশ বর্মন ও বিক্রম বিশ্বাস ও পাপাই সরকার আরো অনেকে।