অবতক খবর,সংবাদদাতা,হুগলি, ২৮শে ফেব্রুয়ারী ::এ রাজ্যের পন্চায়েত ব্যাবস্থা ও বিভিন্ন দ্রষ্টব্য স্থান গুলি সম্মন্ধে জানতে ভারত সফরে সুইডিশ পার্লামেন্ট প্রতিনিধিরা।গত তিন দিন ধরে ১০ জনের এই প্রতিনিধির দল এ রাজ্যে বিভিন্ন জায়গুলি ঘুরে দেখছেন।
গতকাল তারা কোলকাতার জোড়াসাঁকোতে গিয়েছিলেন।এরপরই রাজ্যের রাজ্যপাল জগদীশ ধনকর ও বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সাথে সাক্ষাত করেন।শুক্রবার প্রথমে তারা চন্দননগরের ফরাসিদের তৈরী বিশেষ স্থান গুলি পরিদর্শন করে।
এর পর গঙ্গাবক্ষে তারা শ্রীরামপুরে অাসেন।সেখানে তাদের স্বাগত জানায় শ্রীরানপুরের বিধায়ক ডা: সুদীপ্ত রায়।প্রথমেই এই দলটি শ্রীরামপুরের ঐতিহাসিক ডেনমার্ক ট্র্যাভের্ণ এ মধ্যাহ্নভোজ সারেন।তারপর শ্রীরামপুর রাজ্যধরপুর গ্রাম পন্চায়েত ভবনে এখান পন্চায়েত ব্যাবস্থা সম্মন্ধে জানতে, বিভিন্ন পন্চায়েত প্রতিনিধিদের সাথে কথা বলেন।