অবতক খবর , জলপাইগুড়িঃ     মার্কেটের কাজ সম্পন্ন হয়নি এই নিয়ে জেলাশাসককে স্মারকলিপি প্রদান করলেন ধূপগুড়ির সুরেশ দে স্মৃতি মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা। জানা যায়, কাজ শুরু হওয়ার তিন বছর পেরিয়ে গেলেও এখনো সম্পন্ন হয়নি ধূপগুড়ি সুরেশ দে স্মৃতি মার্কেটের কাজ। তাই বুধবার জলপাইগুড়িতে জেলাশাসকের সাথে দেখা করে তাকে স্মারকলিপি দিলেন সুরেশ দে স্মৃতি মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতি সদস্যরা।

সুরেশ দে স্মৃতি মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক সুধাংশু বর্মা বলেন, ৫০০ দিনের মধ্যে মার্কেটের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ৯০০ দিন পেরিয়ে গেলেও মার্কেটের অর্ধেক কাজ হয়েছে। প্রায় ২০০ জন ব্যবসায়ী এর ফলে সমস্যায় পড়েছেন। আমরা চাই খুব দ্রুত মার্কেটের কাজ শেষ করে স্টলগুলো ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হোক। অন্যদিকে এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন বলেন, কাজটি খুব ধীরগতিতে চলছে বলে আমার কাছে অভিযোগ এসেছিলো।আমি এক বছর আগে সেই মার্কেটের জায়গাটি পরিদর্শন করেছি।করোনা আবহের জন্য কাজ করা সম্ভব হয়নি।আমাদের আলোচনা হয়েছে খুব দ্রুত কাজটি সম্পন্ন করা হবে।