অবতক খবর, সংবাদদাতা ,কালিয়াচক :- করোনা আবহে জেলা জুড়ে চলছে রক্ত সঙ্কট। স্বেচ্ছাসেবী সংস্থাগুলি যদিও রক্তদানে এগিয়ে এলেও তা তুলনায় অনেক কম। এই পরিস্থিতিতে রক্ত সঙ্কট মেটাতে জেলাশাসক রাজর্ষি মিত্র জেলার স্কুলগুলিকে আহ্বান জানিয়েছেন। অনেক স্কুলই এ ব্যাপারে সহমত পোষন করেছে। শিক্ষক-শিক্ষিকা-সহ অশিক্ষক কর্মচারীরাও রক্তদানে এগিয়ে আসছেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবক-অভিভাবিকারাও সাড়া দিয়ে এগিয়ে আসছেন। এরকম পরিস্থিতিতে পিছিয়ে নেই কালিয়াচকের মিশনগুলিও।
করোনা আবহে দীর্ঘদিন ধরে কালিয়াচকের মিশনগুলি এক চরম সমস্যায় রয়েছে। তা সত্বেও শিক্ষার ভূমিকার পাশাপাশি ,করোনা আবহের মধ্যে ও সামাজিক ভূমিকা পালনে মানুষের পাশে দাঁড়াল আবাসিক মিশন ও স্কুলগুলি। এই মুহূর্তে চরম সংকটের মধ্যে দিয়ে চলেছে তাঁরা। একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন-এই বার্তা দিয়ে মালদা আন এডেড প্রাইভেট স্কুল এসোসিয়েশন-এর উদ্যোগে রবিবার কালিয়াচক টাউন লাইব্রেরি প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল।
করোনা আবহে মুমূর্ষু রোগীদের রক্তের আকাল দূরীকরণে এই রক্তদানে অন্যতম উদ্দেশ্য। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত জেলাশাসক বিকাশ সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, কালিয়াচক থানার আইসি আশিস দাস, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান মিঞা, শিক্ষিকা তানিয়া রহমত, সম্পাদক মোহা জিয়াউল হক, সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। সহযোগিতায় ছিল মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। এই শিবিরে মোট ৭৫ জন রক্তদান করেন। সংস্থার সম্পাদক জিয়াউল হক বলেন, শিক্ষার ভূমিকা পালন করে কালিয়াচক সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকার বহু ছাত্র ছাত্রীরা উচ্চ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে। ঘুরে দাঁড়াচ্ছে । পাশাপাশি সামাজিক ক্ষেত্রে রক্তদান করে মানুষের পাশে রয়েছি আমরা । এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে উপস্থিত অতিথিরা ভাষন দেন ।