অবতক খবর, সংবাদদাতা , মালদা  :-     পুখুরিয়া থানা এলাকার পৃথক দুটি জায়গায় ঝড় বৃষ্টির মধ্যে বাজ পড়ে মৃত্যু হল এক মহিলা সহ ,দুইজনের। মৃত দুই শ্রমিকের দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। মৃত দুইজনের নাম বিজলি মন্ডল (৪০) এবং মন্টু কর্মকার (৬০)। শুক্রবার সকালে প্রথম ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়। এদিন বাড়ির পাশেই গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন বিজলী মন্ডল নামে ওই গৃহবধূ। হঠাৎ করেই ঝড়, বৃষ্টির মধ্যেই ফাঁকা মাঠে জমিতে বাজ পড়ে সেখানেই মৃত্যু হয় ওই গৃহবধূর।

মৃত গৃহবধূর স্বামী পশুপতি মন্ডল জানিয়েছেন, ঘটনার সময় আমরা বাড়িতেই ছিলাম । স্ত্রী সকালে গবাদিপশুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সেই সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় ।তারপরেই বাজ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্ত্রী বিজলি মন্ডলের।অন্যদিকে বাড়ির পাশে ফাঁকা জায়গায় কাঠের কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে মন্টু কর্মকার নামে এক কাঠমিস্ত্রির। এদিন সকালে যখন ঝড় বৃষ্টি শুরু হয়, সেই সময় পলিথিন খাটিয়ে কাঠের কাজ করছিলেন ওই ব্যক্তি। হঠাৎ করেই বাজ পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কাঠমিস্ত্রির। এই ঘটনার পর পৃথক দুটি এলাকা থেকে পুলিশ মৃতদেহ উদ্ধারের করে পুলিশ।  মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।