অবতক খবর,২৫ জুলাই: আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওড় কিষান মান্ডিতে অনুষ্ঠিত হলো ৬ থেকে ১৮ বছরের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুদের খাদ্য ও শিক্ষাসামগ্রী প্রদান অনুষ্ঠান। করোনা ভাইরাসের আক্রমণের ফলে এই প্যানডেমিক পরিস্থিতিতে যে সমস্ত শিশুদের পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এমন ৩৫টি শিশুকে খাদ্য ও শিক্ষা সামগ্রী প্রদান করল ‘নাইসইসমাইন প্রত্যেক’ সংস্থা। সহযোগিতা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং দক্ষিণ দিনাজপুর জেলার উজ্জীবন সোসাইটি । মূলত করোনাভাইরাসের সংক্রমনের ফলে মৃত অভিভাবক অথবা পিতা-মাতাহীন পরিবার অথবা ভীষণ দুঃস্থ পরিবার, অথবা লকডাউনে কাজ হারানো পরিবার অথবা দুঃস্থ পরিযায়ী শ্রমিকদের পরিবারের শিশুদের বেছে নেওয়া হয় আজকের এই কর্মসূচিতে। এই সব দুঃস্থ শিশুদের খাদ্য ও শিক্ষাসামগ্রী পাশাপাশি স্যানিটাইজার মাস্ক ও সাবান প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, সোয়াবিন, সরিষার তেল, আলু, লবণ, চিড়া, আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন হিলি থানার ইন্সপেক্টর ইনচার্জ মাননীয় গণেশ শর্মা মহাশয়, হিলি থানার এসআই সৌরেন দাস মহাশয়, দক্ষিণ দিনাজপুর শিশু সুরক্ষা কমিটির সদস্য সূরজ দাশ এবং উজ্জীবন সোসাইটির বিশিষ্ট সদস্য বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সুশান্ত দাস এবং শ্যামল চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি পার্শ্বসেবক অর্পিতা দাস। হিলি থানার ইন্সপেক্টর ইনচার্জ গণেশ শর্মা বলেন, করোনা ভাইরাসের সংক্রমনের ফলে এই অতিমারির সময়ে অসহায় ও দু:স্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য উজ্জীবন সোসাইটির এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন অনেকেই।