অবতক খবর,১৪ জুন,জলপাইগুড়ি: টানা কয়েক দিনের বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের জনজীবন। এখনো বন্যা পরিস্থিতির সৃষ্টি না হলেও অবিরাম বৃষ্টিতে নাজেহাল ডুয়ার্সবাসী। এরইমধ্যে বৃষ্টি ও সাথে দমকা হওয়ায় ধূপগুড়ি বিডিও অফিস সংলগ্ন এলাকায় রেললাইনের ওপর ভেঙে পড়ল গাছ। যার জেরে গোহাটি গামী ব্রহ্মপুত্র মেল দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল।
জানা যায়,এদিন সকাল 7:52 নাগাদ ধুপগুড়ি স্টেশন থেকে বেরিয়ে আসামের উদ্দেশ্যে রওনা দেয় ব্রহ্মপুত্র মেল কিছুটা এগোতেই রেললাইনের উপর ভেঙ্গে পড়ে বিশাল গাছ। দাঁড়িয়ে পড়ে এই দূরপাল্লার ট্রেন। এরপর স্থানীয় বাসিন্দারা রেল কর্মীদের সহযোগিতায় গাছটিকে সেখান থেকে সরালে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।