অবতক খবর,১৬ অক্টোবর: আজ সকালে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা। শ্রমিকদের দাবি পুজোর কারণে তিন দিন বন্ধ ছিল লুমটেক্স জুটমিল। সেই বন্ধের সময় মালিক কর্তৃপক্ষ মিল থেকে প্রচুর যন্ত্রাংশ ও ভালো বড় বড় মেশিন সমস্ত তুলে নিয়ে গেছে অন্যত্র। শ্রমিকদের আরও দাবি, তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা পড়ছে না ঠিকমত। তারা মালিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে কেন মেশিনের যন্ত্রাংশ অন্যত্র সরানো হচ্ছে তার কোনো সদুত্তর পায়নি । এই লামটেক্স জুটমিলে স্থায়ী-অস্থায়ী মিলে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন। প্রশাসনের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেয়।