অবতক খবর,২৬ অক্টোবর: টেট পরীক্ষার রেজাল্ট ঘোষণার দাবিতে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল টেট পরীক্ষা দেওয়া হবু শিক্ষকরা। প্রায় পাঁচ বছর হতে চলল টেটের পরীক্ষা দেওয়া কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর এখনো ফল ঘোষণা করতে পারেনি। এদিন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে টেট পরীক্ষা দেওয়া হবু শিক্ষকরা বিক্ষোভে ফেটে পড়ে।
জানা যায়, ২০১৭ সালের জানুয়ারি মাসে রাজ্য জুড়ে বিজ্ঞপ্তি দিয়ে টেটের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হতে চলল কিন্তু হবু শিক্ষকদের ইন্টারভিউ হওয়া দুরের কথা নিয়ম অনুযায়ী টেটের পরীক্ষার রেজাল্টই বের করতে পারেনি শিক্ষা দপ্তরের প্রশাসনিক ব্যার্থতায়।
আজ তারা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের মাধ্যমে রাজ্যের শিক্ষা মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নিকট তাদের বার্তা পৌঁছে দিতে চায়। তাদের দাবি পুরোন না হলে আগামীতে তারা রাজ্য শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবে বলে জানাযায়।