অবতক খবর,১৭ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ মন্তেশ্বরের দেবাশীষ চক্রবর্তী নামে টোটো চালকের অসুস্থ সন্তানের পাশে দাঁড়ালো মন্তেশ্বর ব্লক শ্রমিক সংগঠনের অন্তর্গত টোটো চালক ইউনিয়ন। টোটো ইউনিয়নের তহবিল থেকে ১৫ হাজার টাকা অসুস্থ ছেলের চিকিৎসা খরচ বাবদ তুলে দেওয়া হয়েছে দেবাশীষ চক্রবর্তী টোটো চালকের পরিবারের লোকজনের হাতে। শুক্রবার ওই টাকা তুলে দেন মন্তেশ্বর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান ওরফে চিন্টু।
জানা গেছে, চক্রবর্তী নামে এক টোটো চালকের ছয় বছরের সন্তান গত মাস দুয়েক ধরে কিডনির সমস্যায় ভুগছে। তাকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসার জন্য প্রায় ৭০ হাজার টাকা প্রয়োজন রয়েছে। এই খবর জানতে পেরে শ্রমিক সংগঠনের সভাপতি বলেন, এলাকার টোটো চালকরা তাদের সব রকম নিরাপত্তা স্বার্থে শ্রমিক সংগঠনসহ টোটো চালক ইউনিয়নে নিজেদেরকে যোগদান করেছে। তাই তাদের বিপদে দাঁড়ানো সংগঠনের দায়িত্ব ও কর্তব্য। সেই কর্তব্যের খাতিরেই এদিন মন্তেশ্বর এলাকার বিশিষ্ট সমাজসেবী নবকুপাল হাজরা, অমিতাভ ভান্ডারী, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা বাগ , উপপ্রধান রফিকুল ইসলাম , মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সদস্য সব্যসাচী চক্রবর্তী গ্রাম পঞ্চায়েত সদস্য পার্থ ঘোষ এদের উপস্থিতিতে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান ও ব্লক শ্রমিক সংগঠনের সহ-সভাপতি অতনু সামন্ত ওই টোটো চালকের ময়ের হাতে আর্থিক নগদ ১৫হাজার সাহায্য তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও টোটো চালক ইউনিয়ন ও শ্রমিক সংগঠন তার সংগঠনের সদস্যদের পাশে থাকবে বলে জানান মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান।
এতে খুশি টোটো চালক ইউনিয়নের সদস্যরা।