গাঙ্গেয় উপত্যকা বারুদের স্তূপের উপর বসে আছে। নির্বাচন আসন্ন। এখনই বিস্ফোরণ জনিত পরিস্থিতি। ভোটবাজ দল টোপ দিয়ে চলেছে। এই ধারাবাহিকতা চলছেই, বাঙালিও টোপ খাচ্ছে

টোপ
তমাল সাহা

টুকুন বলে,
বাবা! টোপ দেয় কারা?
আমি বলি,
মেছুরে ও শিকারী।
টুকুন বলে,
সবচেয়ে বড় টোপ দেয়
ভোটের ব্যাপারী।

ভোট আসছে সঙ্গে আসছে
একের পর এক টোপ।
প্রতিবাদ করলেই রাষ্ট্রীয় কোপ।
এরা আনছে কার্ড স্বাস্থ্যবিমা–
দুয়ারে সরকার।
ওরা আনছে সম্পর্ক যাত্রা–
ঘরে ঢোকা দরকার।

কি আদর দরদ দেখো!
দুয়ারে ঘরে চাইছে ঢুকতে
হাতজোড় করে।
দেখো আবার ঢুকে না যায় বেডরুমে।
আমরা তো নির্বোধ, আছি ঘুমে!

টুকুন বলে
বাবা জানোতো
টোপের সময় কালের নাম?
ভোটঋতু।
তুমি আমি মেনে নেবো সব
আমরা যে কাপুরুষ, ভীতু।