অবতক খবর,১৩ মার্চ: গতকাল আগুন লাগে ট্যাংরার মেহের আলি লেনের গুদামে। শনিবার সন্ধ্যা থেকে দমকলের ২০ টি ইঞ্জিন কাজ করছে যুদ্ধ কালীন তৎপরতা নিয়ে। গতকাল সন্ধ্যায় ভয়াবহ ছিল আগুনের তীব্রতা। দ্রুত বেগে ছড়িয়ে পড়ে সেই আগুন। সারারাত চেষ্টার পরেও আজ সকালে আগুন নিয়ন্ত্রণে এসে পরিপূর্ন ভাবে নেভেনি । রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, এবং সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়।

রবিবার সকালেই সেখানে গিয়েছিলেন বিনীত গোয়েল। আজ ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ঘটনার জন্য সরকার পক্ষের দিকে আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির অমিত মালব্য।

প্রশ্ন উঠছিল, এতক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা করা হলেও আগুন পরিপূর্ন নেভেনি কেন? দমকল আধিকারিক এবং ফরেন্সিক বিশেষজ্ঞ দের মতে, চামড়ার গুদামের মধ্যে উপস্থিত ছিল রেক্সিন। যার মধ্যে চার ধরনের রাসায়নিক পদার্থ থাকে যার সবগুলি দাহ্য। সেই কারণেই আরো বেশি করে ছড়িয়ে পড়েছে আগুন। কলকাতা মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।