অবতক খবর ::দক্ষিণ ২৪ পরগনা ফলতা :শনিবার সকালে একটি ট্রাকের চাকার তলায় পরে মৃত্যু হয় এক মোটর বাইক আরোহীর।মৃত বাইক আরোহীর নাম অর্ণব নস্কর (৩৫)। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার সহরারহাট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,ভগবানপুর এলাকার বাসিন্দা অর্ণব নস্কর ফলতা-২ নম্বর সেক্টরের একটি কারখানার কর্মী ছিলেন।সেই কারখানার একটি ইউনিট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় ওই ইউনিটের প্রায় সাড়ে তিনশো কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।
এদিন কারখানার কর্মী অর্ণব নস্কর নিজের বকেয়া পাওনা ফেরৎ পেতে আবেদনের জন্য বাড়ি থেকে মোটরবাইক করে কারখানায় আসছিল। হঠাৎ সহরারহাটের কাছে তাঁর মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।অর্ণব নস্কর ছিটকে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে একটি ট্রাক তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।রক্তে ভেসে যায় গোটা রাস্তা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসে বিশাল পুলিশবাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।তবে পুলিশ তৎপরতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ জানান একটি ট্রাক চাপা দিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।