অবতক খবর সংবাদদাতা , হুগলি :- তারকেশ্বর রোডের বৈদ্যবাটী চৌমাথার রথতলা মোড়ে একটি ট্রাক থেকে হঠাৎ তেল পড়তে থাকে রাস্তায়। আতঙ্কিত হয়ে পরে স্থানীয় বাসিন্দারা। তেলে পড়ার ফলে বৈদ্যবাটী তারকেশ্বর রোডের রাস্তা পিছল হয়ে যায়। বাইক আরোহীরা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় আট থেকে দশ জন জখম হয় । পরিস্থিতি খারাপ দেখে ট্রাকের চালক সেখান থেকে ট্রাক চালিয়ে পালিয়ে যায় ,বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । খবর দেওয়া হয় শেওড়াফুলি ফাঁড়িতে। ঘটনাস্থলে পৌঁছায় চন্দননগর কমিশনারেটের শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় দমকল বিভাগে।

দমকল বিভাগের কর্মীরা এসে বৈদ্যবাটী তারকেশ্বর রোডের ওই জায়গাটি বালি ছড়িয়ে দেয়। কারন যাতে আর কোন দুর্ঘটনা না ঘটে । পুলিশের পক্ষ থেকে ওই জায়গায় কয়েকটি গার্ডরেল দিয়ে দেওয়া হয় । কারন গাড়ির গতিবেগ কমানোর জন্য। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি ভদ্রেশ্বর থানা এলাকার থেকে ট্রান্সফরমার নিয়ে হাওড়া জেলায় ধুলাগড়ে যাচ্ছিল। ট্রাকের ভিতরে ট্রান্সফর্মার উল্টে তেলের ট্যাঙ্ক ফেটে যায়। তাতেই তেল বেড়িয়ে বিপত্তি ঘটে। জখম ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। পুলিশ ট্রাকটিকে ধাওয়া করে সিঙ্গুর থানার ছিনামোড় এলাকা থেকে আটক করে। ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।