অবতক খবর,১৬ নভেম্বর: ইউ এস প্রেসিডেন্টের দ্বিতীয়বার ফেরা, এই খুশির সংবাদে পেয়ে মেতে উঠেছে সকল বিশ্ববাসী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ প্রায় গোটা বিশ্বের মন্ত্রীমহল সংবর্ধনা জানান তাকে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরে কাগজে একটাই নাম ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের ফিরে আসায় তার প্রথম বার্তা “No War” অতএব প্রথমেই তিনি জানান যুদ্ধ নয় শান্তি চাই এবং তিনি প্রতিশ্রুতি দেয় গোটা বিশ্বে ট্রাম্প থাকাকালীন কোন যুদ্ধ হতে দেবে না, শুধু তাই নয় তিনি জানিয়েছেন যুদ্ধের জন্যে তিনি কোন অর্থ ব্যয় করবেন না।

আটলান্টিক কাউন্সিলের স্কোক্রাফট এন্ড সিকিউরিটির উপরাষ্ট্রপতি ম্যাথিউ ক্রোএনিং যিনি রিপাবলিকান বিদেশ-নিতির ওপর বহু পুস্তক লিখেছেন , তিনি এক গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছেন এবং সেই বয়ানে তিনি বলেছেন “ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সঙ্গে রাশিয়া এবং ইরানের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ থামাতে চান” তিনি জানিয়েছেন ট্রাম্প বয়ান দিয়েছেন যে তিনি জেলাসকিকে বলেন নিজেদের মধ্যে মীমাংসা না করলে আমেরিকার তরফ থেকে সম্পূর্ণ সাহায্য বন্ধ করে দেওয়া হবে, আরেকদিকে তিনি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে বলেন নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ না করলে আমেরিকা ইউক্রেনকে অধিক সাহায্য করবে বলে জানান।

এর সঙ্গে বাংলাদেশী হিন্দুদের উপর সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ায় ডোনাল্ড ট্রাম্প এবার মুখ খুললেন…. তিনি জানিয়েছেন ” হিন্দুদের উপর হওয়া অত্যাচার বন্ধ না হলে তিনি এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ দ্রুত নিতে চলেছেন” , তার সাথে তিনি অধিকাংশ ইউএস সিটিজেনশিপ বাতিল করেন, এরমধ্যে বেশিরভাগ “বাংলাদেশী”।

শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর চীন দেশ থেকে আসা পণ্য উপর প্রায় ৬০% ট্যাক্স ঘোষণা করে, এর ফলে চীনের অর্থনৈতিক অবস্থায় বিরাট বড় ধাক্কা।

ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতি পদে আশাতে ভারত পেল এক নতুন দিশা, ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় তুলসী গাব্বার্ডকে ইউএস ডিরেক্টার অফ ন্যাশনাল ইনটেলিজেন্স পদস্থ করেন।
তুলসী গুব্বার্ড এর নাগরিকত্ব ইউএসএ হলেও তিনি মন থেকে একজন ভারতবাসী এবং অতীতেও বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচারে যখন ভারতীয় মন্ত্রীরা মুখ খুলতেন না তখন তুলসী গাব্বার্ডকে তাদের হয়ে বলতে দেখা যায়, তার সাথে তুলসী ভারতের প্রধানমন্ত্রীকেও ভক্তি ও শ্রদ্ধা করতে দেখা যায়। “ইউএস ডিরেক্টার অফ ন্যাশনাল ইনটেলিজেন্স” হল অনেক বড় পদ যেখানে একজন ভারতীয় হিন্দু যে কিনা সব সময় হিন্দুদের পাশে থাকেন। সকল ভারতবাসীর নজর এখন তুলসী গাব্বার্ড এর উপর। ইউএস থাকা সত্ত্বেও তার জন্য গোটা ভারতবাসী গর্বিত, তার সাথে তিনি প্রথম হিন্দু যে ইউএস ডিরেক্টার অফ ন্যাশনাল ইনটেলিজেন্স” পদ সামলাচ্ছেন।

তুলসী গাব্বর্ড এর পাশাপাশি আর একজন ভারতীয় বিবেক রামাস্বামী কেউ “ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি” মন্ত্রী পদ দেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সবার শেষে ট্রাম্পের ফেরায় বিশ্বশান্তির আশা , ভারতবর্ষে ভারতবাসীর বিশ্ব জয় করার স্বপ্ন… তার সাথে সাথে সকল হিন্দুদের আস্তা সবকিছুই জড়িয়ে আছে ট্রাম্পের উপর। ট্রাম্পের আসার শুরুতে বিশ্ব জয় করার আগেই বোধহয় প্রত্যেক বিশ্ববাসীর মন জয় করে নিয়েছেন। তাদের ভালো কিছু করার আশা স্বপ্ন আবার নতুন করে দেখিয়েছেন। তার সাথে সাথে দুর্নীতিবাদীদের প্রথম ভয় একজনই ট্রাম্প, অনেকেরই ধারণা ট্রাম্পের হাত ধরে এ এক নতুন করে পথ চলা।

Written By – Ayan Chatterjee