অবতক খবর :: শিলিগুড়ি :: বিভ্রান্তি সৃষ্টি করা ডব্লিউবিএসইডিসিএল এর ইলেকট্রিক পরিষেবা বন্ধ থাকার তালিকাটি সম্পূর্ণ ভুয়ো। কোম্পানীর এক কর্মীর সাথে এই তালিকার সত্যতার কথা জানতে চাইলে তিনি জানান এরকম কোনো নির্দেশিকা জারি করা হয়নি।
সকাল থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন অনলাইন মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে একটি ডাবলুবিএসইডিসিএল এর তালিকা। যেখানে বলা হয়েছে জুলাই মাসের বিভিন্ন তারিখে বন্ধ থাকবে ইলেকট্রিক পরিষেবা। ২০২০ এর জুলাই মাসের ৭ ,৯,১১,১৩,১৫ তারিখে বন্ধ রাখা হবে ইলেকট্রিক পরিষেবা। কিন্তু তালিকার মধ্যে উল্লেখ করা হয়নি কেন বা কোথায় এমনটা হবে। ফলে বিভ্রান্তিতে পড়েছিলেন এই তালিকাটি যাদের চোখের সামনে এসেছিল তারা সকলেই।
কেউ ফোন চার্জ করে রাখতে,কেউ বা বিদ্যুৎ দিয়ে সম্পন্ন করা যায় এমন কাজ করতে লেগে পড়েন সকাল সকাল। কিন্তু সন্দেহের দানা থেকেই যায় স্থান, কারণ বা সরকারি স্ট্যাম্প বা সই না থাকায়। এরপরই সরাসরি ডাবলুবিএসইডিসিএল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি থেকে ঘটনার সত্যতা অশিকার করা হয়।