অবতক খবর, কলকাতা: আই লীগ ২০১৯-২০ এই লীগের প্রথম ডার্বি ম্যাচ, ঠিক তার আগে মোহনবাগান এটিকে সংযুক্তিকরন নিয়ে উত্তাল হয়ে উঠেছে কলকাতার ময়দান। সবুজ মেরুন সমর্র্থকেরা সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দিচ্ছেন। ডার্বি ম্যাচ বয়কটের ডাক দিয়েছে সবুজ মেরুন সমর্থকেরা। সমর্থকদের সোজাসাপ্টা বক্তব্য, ‘মোহনবাগান ক্লাবের আত্মার শান্তি কামনা করি’। প্রাক্তন ফুটবলাররাও মোহনবাগান এটিকে সংযুক্তিকরণ নিয়ে নিজেদের অসন্তোষ চেপে রাখতে পারছেন না।
মোহনবাগান ফুটবলারদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২০-২০২১ ফুটবল মরসুম নিয়ে এখন থেকেই তারা চিন্তিত হয়ে পড়েছেন। মোহনবাগান ক্লাবে থাকবেন না কি নতুন ক্লাব খুঁজতে হবে ? যদিও বাগান কর্তা দেবাশিস দত্ত ফুটবলারদের ডার্বি ম্যাচের ৪৮ ঘন্টা আগে জানিয়ে দিয়েছেন, ডার্বি ম্যাচের পারফর্মমেন্স অনেকটাই নির্ভর করছে তাদের নয়া টিমে অন্তভুক্তির প্রশ্নে। সবুজ মেরুন কোচ কিবু ভিকুনার হাসিখুশি মুখটা উধাও , বেশ থমথমে। অনিশ্চয়তার ডামাডোলে দুলে চলেছে বাগান শিবির।
এদিকে মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা মোহনবাগান এটিকে সংযুক্তিকরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে, তারাই আবার মোহনবাগানের এই নতুন পথ চলা নিয়ে নিজেদের ভুল বুঝতে পেরে শুভেচ্ছা এবং অভিনন্দন সূচক মেসেজ হোয়াটস অযাপে ফরোয়ার্ড করে চলেছে।
এরই মধ্যে এটিকে কর্ণধার তথা বিসিসি আই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘খেলা এখন অনেক বেশি পেশাদার হয়ে গিয়েছে, এটাই ভবিষ্যৎ। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবও এই রকমের পরিস্থির মধ্যে দিয়ে গিয়েছে। সফল হবে কিনা সেটা সময়েই বলবে। কিন্তু ভবিষ্যৎ এটাই। ‘
সব মিলিয়ে ইস্ট মোহন ডার্বি ম্যাচের আগে মোহনবাগান এটিকে সংযুক্তিকরণ হট টপিক হয়ে উঠেছে কলকাতার ময়দান জুড়ে।