অবতক খবর,২১ জুন,নববারাকপুর: বর্ষার মুখে এলাকায় মশাবাহিত রোগ ডেঙ্গু ও ম্যালেরিয়া সংক্রমণ প্রতিরোধে সাফাই অভিযান ও সচেতনতা পথে নামল নববারাকপুর পুরসভা। মঙ্গলবার সকালে নববারাকপুর পুরসভার ১২নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়া সংক্রমণ প্রতিরোধে মশা মারার তেল স্প্রে করে সাফাইকর্মীরা।
পুরপিতা সুদীপ ঘোষ জানান বর্ষার মুখে এলাকায় মশাবাহিত রোগ ডেঙ্গু ও ম্যালেরিয়া নিধনে প্রতিরোধে রবিবার ও মঙ্গলবার মশা মারার তেল স্প্রে করা হয়। পুরসভার সর্বত্র ২০ টি ওয়ার্ডে চলছে ডেঙ্গু ও ম্যালেরিয়া সংক্রমণ প্রতিরোধে জঞ্জাল সাফাই পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কর্মসূচি।