অবতক খবর,নিজস্ব প্রতিনিধি,১০অগাস্ট:: ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ বহনকারী মশাকে বিনাশ করতে এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ডগুলির ড্রেনে ছাড়া হল গাপ্পি মাছ। বুধবার সকালে কালিয়াগঞ্জ পুরসভার তরফে পুরপ্রধান রাম নিবাস সাহা, উপ পুরপ্রধান ঈশ্বর রজক সহ পুরসভার অন্যান্য কাউন্সিলার ও আধিকারিকরা শহরের বিভিন্ন ওয়ার্ডের ড্রেন, খালবিলে গাপ্পি মাছ ছাড়েন।
মশাবাহিত ডেঙ্গু, ম্যালেরিয়া রোগের প্রতিবছরই প্রকোপ দেখা যায়। তাই পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানা গিয়েছে। এদিন পুরসভার পক্ষ থেকে মশা নিবারণে গাপ্পি মাছের ভূমিকা তুলে ধরা হয়। পুরসভার ১৭টি ওয়ার্ডে ৫৫ হাজার গাপ্পি মাছ ছাড়া হবে বলে জানান পুরপ্রধান।