অবতক খবর, সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার :     তপশিলির সংলাপ প্রকল্পের শুভ সূচনা হলো শীতলকুচিতে। তপশিলির সংলাপ নামে বিশেষ গাড়িকে ব্যবহার করে গ্রামাঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের উন্নয়ন মূলক নানা প্রকল্পের ব্যাখ্যা দিতে তৃণমূল কর্মীরা তপশিলিদের বাড়িতে যাবেন।

আজ ফিতা কেটে এই তপশিলির সংলাপ কর্মসূচীর সূচনা লগ্নে তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ জানান, পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন গুলি গ্রামবাংলায় তপশিলিদের জন্য যেভাবে ছড়িয়ে দেওয়া গেছে তার প্রচারের স্বার্থে এই গাড়িটিকে ব্যবহার করা হবে। তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করে চলেছে এবং বিজেপি দল তারা যেভাবে মানুষকে ভুল বুঝাচ্ছে সেই অপপ্রচার ও ভুল ভ্রান্তি কাটিয়ে তুলতে পিকে টিমের তত্বাবধানে তপশিলির সংলাপ কর্মসূচীর সূচনা করা হয়েছে।

শীতলকুচি ব্লকে এই গাড়িটির সূচনা করেই টিম বেড়িয়ে পড়ে গ্রামের দিকে। টিমের নেতৃত্বে রয়েছেন এস সি /এস টি/ওবিসি সেলের ব্লক সভাপতি সুব্রত কুমার রায়। তিনি বলেন, গ্রামে-গঞ্জে তপশিলিদের বাড়িতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক কাজ গুলোর ব্যাখ্যা দেওয়া হবে এবং সেখানে তাদের অভাব অভিযোগ শোনা হবে। এমনকি দিদিকে বলো কর্মসুচীর মাধ্যমে তাদের অভিযোগ গুলিকে নথিভুক্ত করানো হবে। কেন্দ্রীয় বিজেপি সরকার দেশের উন্নয়নে পরিপূর্ণ ব্যর্থ সে কথাও তপশিলিদের তুলে ধরা হবে।

তপশিলি সংলাপ কর্মসূচির সূচনা লগ্নে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সভাপতি তপন কুমার গুহ, সহ-সভাপতি সাহের আলি মিয়া এবং এসসি এসটি সেলের সভাপতি সুব্রত রায় তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য সুশান্ত মহন্ত প্রমূখ নেতৃত্ব।