অবতক খবর,১১ আগস্ট,চোপড়া:- তিনমাইল রোড ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বুধবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় তিনমাইল বাস স্ট্যান্ডে।

শিবিরে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী বাপন দাস, সমাজসেবী সিদ্দিক আলম এবং আয়োজক সংস্থার সম্পাদক দয়াল সরকার,সভাপতি সজীব বিশ্বাস, সহ সভাপতি ভীষ্মদেব বিশ্বাস,প্রশেনজিৎ বিশ্বাস, জয়ন্ত মন্ডল,মিহির দাস, মৌসুমি দাস প্রমুখ।

এদিনের শিবিরে মোট ৪৩ ইউনিট রক্ত সংগ্রহ হয় বলে জানিয়েছেন সংস্থার সহ সভাপতি ভীষ্মদেব বিশ্বাস।
তিনি আরও বলেন, সংগৃহীত রক্ত ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়। করোনা কালে ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।