অবতক খবর,৮ জানুয়ারি: বালুহীন উত্তর ২৪ পরগনা জেলায় মুখ্যমন্ত্রীর শোভা থেকে গঠন করা কোর কমিটির প্রথম বৈঠক ।
জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর কালীঘাটের বাড়িতে বসে কোর কমিটি গঠন করা হয়েছিল যদি আগে নির্মল ঘোষ কে চেয়ারম্যান রেখে কমিটি গঠন করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরে এই নতুন কোর কমিটির প্রথম বৈঠক, সুচয়ের খবর আজকের এই বৈঠকে আলোচনা উঠে আসতে পারে সাংসদ বিধায়কের দ্বন্দ্ব, কোন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতারের পর তার বিধানসভা এলাকা দেখভালের দায়িত্ব কার হাতে যাবে। পাশাপাশি আলোচনায় উঠে আসতে পারে রেশন দুর্নীতি মামলায় সদ্য গ্রেপ্তার হওয়া বনগাঁ সংসদীয় জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক গ্রেপ্তারি নিয়োগ পর সংগঠন নিয়ে। এছাড়াও আলোচনা হতে পারে বসিরহাট সংসদীয় জেলার একদা বেতাব বাদশা শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশির পরবর্তী ও ইন্ডিয়া সংস্থার উপর হামলার পরবর্তী সময় থেকে, বেপাত্তা শেখ শাহজাহান । ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে ফলে আগামী দিনে বসিরহাট সন্দেশখালি এলাকার দায়িত্ব কাকে দেওয়া হতে পারে তা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে।