অবতক খবর,২৮ জানুয়ারি: তৃণমূলের বিরাট রদবদল। আর এই রদবদল নিয়ে আগামী ২৬ অথবা ২৭শে ফেব্রুয়ারি মেগা বৈঠক হতে পারে বলে খবর। দিনক্ষণ ইতি মধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই হবে এই বৈঠক। গোটা রাজ্যজুড়ে সাংগঠনিক রদবদল হবে বলে খবর।
কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও এই সাংগঠনিক রদবদলের ইঙ্গিত শোনা গিয়েছিল। সুতরাং সাংগঠনিক রদবদলের প্রস্তুতি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস যে নিয়ে ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূল কংগ্রেসের কাছে এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা পূর্বেই বোঝা গিয়েছে।
উপরন্তু আগামী বছর রয়েছেন বিধানসভা নির্বাচন। আর তার আগে এই সাংগঠনিক রদবদল যে অত্যন্ত জরুরী তা আগেই দলের শীর্ষ নেতৃত্বদের ইঙ্গিত পূর্ণ মন্তব্যে বোঝা গিয়েছে।
কার্যত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আগামী এক বছর দল কিভাবে চলবে তা এই সাংগঠনিক রদবদলেই পরিষ্কার হয়ে যাবে। সূত্রের খবর, এই সাংগঠনিক রদবদলকে কেন্দ্র করে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি প্রস্তাব জমা পড়েছে।
কারণ বেশ কিছু জায়গায় বেশ কিছু দলীয় নেতা কর্মীদের কাজকর্মকে কেন্দ্র করে মানুষের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
ফলত, আগামী ২৬ অথবা ২৭শে ফেব্রুয়ারি যে রদবদল হবে তাতে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক এবং জেলা স্তরে বেশ কিছু নেতা-নেত্রীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। রদবদল হতে পারে তৃণমূলের যুব স্তরেও।
এই উত্তর চব্বিশ পরগনা জেলা তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেও যে আমূল পরিবর্তন ঘটবে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, টাউন সভাপতি থেকে শুরু করে কাউন্সিলর, সব ক্ষেত্রেই রদবদল হবে এবং রদবদল হবে পঞ্চায়েত স্তরেও।
এই রদবদলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কোন স্তরে কি পরিবর্তন হবে? কে থাকবেন এবং সে সরবেন প্রতিমুহূর্তের আপডেট দেবো আমরা….
আগামী ২৬ অথবা ২৭শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে মেগা সাংগঠনিক বৈঠকের পর যে এই ব্যারাকপুর লোকসভার রাজনীতিতে আমূল পরিবর্তন হবে তা বোঝাই যাচ্ছে।