অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবাংলায় সাধারণ মানুষের যেটা প্রাপ্য অধিকার সেটি থেকে মানুষ বঞ্চিত হচ্ছে ,তৃণমূল দলটা গ্রামগঞ্জে লুটতরাজ পরিণত হয়েছে নেতৃত্বে প্রশ্রয় অসহায় সাধারণ মানুষ কে লুট করা হচ্ছে। হত্যা করার অধিকার নেই তবে এই নিয়ে প্রতিবাদ করতে হবে। তৃণমূল ও বিজেপি রাজনৈতিক ধারায় দারুন মিল পাওয়া যায় , বিজেপির ক্লোন থেকেই তৃণমূলের জন্ম হয়েছে এদের ডিএনএ একই রকম।

বিজেপির অনুরাগ ঠাকুর বলেন গোলি মারো সালো কো। “গাদ্দার কো গোলি মারো সালো কো”ভারতবর্ষে বিজেপি পার্টি তে এই নিয়ে কোনো প্রশ্ন হয় না স্বীকৃত স্লোগান প্রতিবাদ হয় না। একই কাণ্ড কলকাতায় , এখানে টিএমসি কর্মীরা সেই কাজই করছে বাংলার মানুষ তৃণমূল ও বিজেপির কাছে কি আশা করতে পারেন। বাংলায় সরকারি দলের রাজনৈতিক দলের সংস্কৃতি খেউড়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। তিনি আরো বলেন বাংলা কে পচনের পথে নিয়ে যাবেন না পশ্চিমবঙ্গের নেত্রী এই ভাবেই প্রশ্রয় দিয়ে থাকেন। আগামী দিনে বাংলার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে।