অবতক খবর,১১ মার্চ,মালদা:- তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার খুনে ধৃত নরেন্দ্রনাথ তেওয়ারির ফাঁসির দাবিতে মালদা জেলা আদালত চত্বরের বাইরে বিক্ষোভ প্রদর্শন নাগরিক সমাজের। জানা যায় আজ সকালে ইংলিশবাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের নাগরিক সমাজের পক্ষ থেকে মিছিল করে নেতাজি মোড় এলাকায় জমায়েত হন তারা। এরপর মালদা জেলা আদালতের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
এদিন এই বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়ে বাবলা সরকার খুনে ধৃত নরেন্দ্র নাথ তেওয়াড়ির ফাঁসির দাবি তোলা হয়।
উল্লেখ্য দু তারিখের সকালে বাড়ি থেকে কিছু দূরেই দুষ্কৃতীদের গুলিতে নৃশংসভাবে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার। এই ঘটনায় পুলিশ মোট সাতজনকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনার কয়েক মাস কেটে গেলেও এখনো অধরা দুই মূল অভিযুক্ত বাবলু যাদব এবং কৃষ্ণ রজক অধরা।