অবতক খবর,২২ ফেব্রুয়ারী :  সর্বভারতীয় প্রদেশ কংগ্রেস ওয়াকিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী আজ বহরমপুর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বলেন, তৃণমূল দলের গোষ্ঠীদ্বন্দ বাড়বেই। কারণ তাদের কোন লক্ষ্য নেই,দেশ গঠনের লক্ষ্য নেই, মানুষ গঠনের লক্ষ্য নেই।

তৃণমূলের লক্ষ্য ছিল যেন তেনো প্রকারে ক্ষমতায় আসা। ক্ষমতায় আসার পর যে কোন মূল্যে ক্ষমতা ধরে রাখা, এটাই হচ্ছে তৃণমূলের লাইন,বললেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, তার প্রথমটি হচ্ছে ক্ষমতায় যেভাবে আসার দরকার সেভাবে এসো এবং ক্ষমতা দখল করার পর যেভাবেই হোক সেই ক্ষমতাকে দখলে রাখো। এই দুটো হচ্ছে তৃণমূলের লাইন। বাকি মানুষ গঠন সমাজ গঠন দেশ গঠন এসব বিষয়ে তাদের কোন মাথা ব্যথা নাই বললেন অধীর। এই দলের কোন আদর্শ নেই, চিন্তাভাবনাও নেই।

অধীর বলেন এবার কি করবে? সবই তো দখল হয়ে যাওয়ার পর যারা দখলদার তাদের মধ্যে মারামারি খুনোখুনি হতেই হবে। এ বিষয়ে তিনি বলেন, আমি প্রায়ই বলে থাকি রসত কমে যাচ্ছে ভাগীদার বেড়ে যাচ্ছে। ফলে খুনাখুনি বাড়তে থাকবে। অধীর রঞ্জন চৌধুরী এ বিষয়ে বলেন,একদিন এদের নেতারা একটি মোটরসাইকেলে খুশি থাকতো। এখন তারা মোটরসাইকেলে খুশি থাকে না। তাদের এখন দরকার পরে চার চাকা গাড়ি। আগে তৃণমূলের নেতারা একটা বাড়িতে খুশি থাকতো। এখন তাদের দশটি ফ্লাট লাগে, বললেন অধীর।

তিনি বলেন, এইসব করতে গিয়ে নেতাদের টাকা জোগাড় করতে হলে সংঘর্ষ করতে হবে। তিনি আরো বলেন, রোজকারের জন্য জায়গা কোথায় সেখানে তো ধীরে ধীরে সংকোচন হচ্ছে খুব স্বাভাবিক কারণে তাদের এই অর্থের জন্য গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকটভাবে দেখা দিবে।