অবতক খবর , হুগলী :     রাখি পূর্ণিমা ভারতের একটি উৎসব। ভাই- বোনের মধ্যে প্রীতিবন্ধন উৎসব । রাখি পূর্ণিমার দিন দিদি ও বোনেরা ভাই এবং দাদার হাতে রাখি বেঁধে দেয়। কারণ ভাই ও দাদার প্রতি দিদি এবং বোনের ভালোবাসা, দাদা ভাইদের মঙ্গল কামনা। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। সোমবার হুগলীর বৈদ্যবাটী পৌরসভার ১১ নং ওয়ার্ডের শেওড়াফুলি নেতাজী স্কুলের মাছ বাজারে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে রাখি উৎসব পালন করা হয়।

করোনার কারনে গোটা বিশ্ব আতঙ্কিত। সেই দিক মাথায় রেখে পথ চলতি সাধারন মানুষের হাতে রাখির সাথে মাস্ক দেওয়া হয়। সকাল ৮ টায় শুরু হয় রাখিবন্ধ উৎসব। প্রায় ২০০ জন পথ চলতি সাধারন মানুষকে মাস্ক দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্থানীয় তনমূল নেতা নেপাল দাস, নিমাই পাল, টুটাই ভট্টাচার্য, বাবলা ঘোষ, সহ তৃনমূলের কর্মীরা।

পাশাপাশি বৈদ্যবাটী পৌরসভার প্রশাসক সুবীর ঘোষের উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডের পালন করা হয় রাখি বন্ধন উৎসব। রাখির সঙ্গে সাধারন মানুষকে মাস্ক বিলি করা হয়। প্রত্যেক বছর রাখি উৎসব বড় করে পালন করা হয় কিন্তু এবছর করোনার কারনে ছোট করে পালন করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে রাখি বন্ধন উৎসব পালন করে তৃনমূল কর্মীরা।