কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনা, ১৭ জুন,২০২৪ সোমবার
দর্শক ও লেখক
তমাল সাহা
নেতারা দেশ চালায় গাড়ি চালায় না।
দুর্ঘটনা ঘটলে চালকের দোষ
নেতাদের এতে কিছু যায় আসে না!
চালক তো গেছে মরে,
যত দোষ নন্দ ঘোষ
সব দোষ চাপিয়ে দাও তার ঘাড়ে!
আহত নিহতের হাতে কিছু মূল্য দাও ধরে
নিহতের স্ত্রীর বৈধব্যের আঁচল
শোকলিপি বুকে বাতাসে যায় উড়ে!
শব্দটাই তো দুর্ঘটনা
খারাপ সংবাদ তো স্বাভাবিক।
কিছু মানুষ মরে গেল কিছুদিন চলে গেলেই
শোক ভুলে আমরা এদিক ওদিক!
আমি ঘুরি ফিরি খাই দাই
আমি এক হারামি লোক
আজীবন লেখক ও দর্শক।
অক্ষর সাজাই, পড়ি না কোনো সমস্যায়
কটা লাইন লিখে
সেরে ফেলি সামাজিক দায়!